কিভাবে ফেসবুক একাউন্ট পারমানেন্টলি  ডিলিট করতে হয় ?


অনেক সময় আমাদের প্রয়োজনে একাধিক ফেসবুক একাউন্ট খুলতে হয়। কিন্তু পরে আর এই একাউন্টে ব্যবহার করার প্রয়োজন হয় না । তাই আমরা সে অ্যাকাউন্টটি ফেসবুক থেকে মুছে ফেলতে চেষ্টা করি । কিছুদিন আগেও আপনি শুধু ফেসবুক আইডি ডিএকটিভ করে রাখতে
 পারতেন । কিন্তু বর্তমানে ফেসবুক কর্তৃপক্ষ আইডি ডিএক্টিভ অপশন রাখার পাশাপাশি ডিলিট অপশন যুক্ত করেছেন। তাই আপনি চাইলেই আপনার অপ্রয়োজনীয় অ্যাকাউন্টগুলো ডিলিট করে দিতে পারেন । তবে আপনি যখন একবার ডিলিট করে দিবেন আর কখনো সে আইডি অ্যাক্সেস করতে পারবেন না । এই কথা মাথায় রাখবেন যে একবার ডিলিট করার পর ৩০ দিনের মধ্যে আপনার আইডি চিরতরে ফেইসবুক থেকে মুছে যাবে । আপনি চাইলে এই ৩০ দিনের মধ্যে আপনার ডিলিটেশন ক্যানসেল করতে পারবেন।তবে আপনার উচিত হবে আইডি ডিলিট করার পূর্বে আপনার ডেটা গুলো ডাউনলোড দিয়ে রাখা।
প্রসেস : Login > settings > Access ownership and control > Deactivation andDeletion > Select Delete > Continue to Account Delete > Delete Account > Drop your password > Confirm.
ধাপ-১: আইডি ডিলিট করার জন্য আপনাকে সর্বপ্রথম ফেসবুকে লগইন করতে হবে ।
ধাপ-২:  এরপর সেটিংস থেকে এক্সেস ওনারশিপ এন্ড কন্ট্রোল অপশনে যেতে হবে ।
ধাপ-৩: অতঃপর  ডিঅ্যাক্টিভেশন এন্ড ডিলিটেশন অপশনে যেতে হবে ।
ধাপ-৪: তারপর ডিলিট সিলেক্ট করে দিয়ে কন্টিনিউ টু একাউন্ট ডিলিট অপশনে যেতে হবে ।
ধাপ-৫: এরপর আপনাকে ডিলেট একাউন্টে ক্লিক করতে হবে ।
ধাপ-৬: এখন এখানে আপনার ফেসবুক পাসওয়ার্ড দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করলেই আপনার ফেসবুক আইডি ডিলিট হয়ে যাবে।
শর্টকাট: আপনি এই লিংকে ক্লিক করেও Click Here to Delete Facebook Account  সরাসরি ডিলিটেশন পেইজে যেতে পারেন ।

কিভাবে ফেসবুক গ্রুপ ডিলিট করতে হয় ?

আমরা  ইতিমধ্যে জেনে গেছি যে কিভাবে ফেইসবুক আইডি ডিলিট করতে হয়। এখন আমরা জানবো কিভাবে ফেইসবুক আইডি অক্ষত রেখে আপনার ফেইসবুকের গ্রুপটি মুছে বা ডিলিট করে ফেলবেন। প্রথমেই বলে রাখি আপনি যদি নিজেই  গ্রুপটি খুলে থাকেন অর্থাৎ আপনি যদি গ্রুপের হেড এডমিন হয়ে থাকেন তাহলেই কেবল গ্রুপটি ডিলিট করতে পারবেন। তবে আপনাকে যদি কেউ  গ্রুপের এডমিনশিপ দিয়ে থাকেন সেক্ষেত্রে আপনি গ্রুপ ডিলিট করতে পারবেন না।  পারবেন কিন্তু তার আগে উক্ত গ্রুপের যিনি ক্রিয়েটর অর্থাৎ যিনি গ্রুপের হেড এডমিন তাকে গ্রুপ থেকে লিভ নিতে হবে ।
ফেসবুক গ্রুপ ডিলিট বা মুছে ফেলার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন।
ধাপ-১: প্রথমে নির্দিষ্ট গ্রুপটিতে প্রবেশ করতে হবে।
ধাপ-২: অতঃপর মেম্বারস এ যেতে হবে ।
ধাপ-৩: প্রত্যেকজন মেম্বার কে গ্রুপ থেকে রিমুভ করতে হবে।
ধাপ-৪: সকল মেম্বারকে গ্রুপ থেকে রিমুভ করার পর লিভ এন্ড ডিলিট বাটনে ক্লিক করলেই আপনার গ্রুপ ফেইসবুক থেকে চিরতরে রিমুভ হয়ে যাবে।
বি. দ্র: মনে রাখবেন যতক্ষণ আপনার গ্রুপে একজনও মেম্বার আছে ততোক্ষন আপনি গ্রুপ ডিলিট করতে পারবেন না।

কিভাবে ফেইসবুক পেইজ ডিলিট করতে হয় ?

ফেইসবুক পেইজ তৈরি করা যেমন সহজ সেটিকে মুছে ফেলাও অত্যন্ত সহজ।  সাধারণত আমরা না বুঝে অনেক সময় ফেইসবুকে ফ্যান পেজ তৈরি করে থাকি । পরবর্তীতে কোনো কারনে  সেটা আর রাখতে চাই না । একটি ফেইসবুক পেইজ ডিলিট করতে নিচের ধাপগুলো অনুসরণ করুন।
ধাপ-১: প্রথমে আপনার ফেইসবুক আইডিতে লগইন করে যে পেইজটি ডিলিট করবেন সেটি ওপেন করুন।
ধাপ-২: ফেইসবুক পেইজের উপরের দিকে ডান কর্নারে অবস্থিত সেটিংস অপশনে প্রবেশ করুন।
ধাপ-৩: অতঃপর জেনারেল অপশনটিতে ক্লিক করুন।
ধাপ-৪: এখন নিচের দিকে স্ক্রল করলে পারমানেন্টলি ডিলিট অপশন দেখতে পাবেন।  সেখানে ক্লিক করে কনফার্ম করে দিলেই আপনার পেইজটি সফলভাবে ডিলিট হয়ে যাবে ।
প্রসেসঃ Login > Go to page > Settings > General > Permanently Delete Fb page > Confirm Delete

বি.দ্র: মনে রাখবেন ফেইসবুক আইডি,  গ্রুপ কিংবা পেইজ একবার ফেইসবুক থেকে ডিলিট করে ফেললে আপনি আর কখনোই সেগুলো ফিরে পাবেন না । তাই ডিলিট করার পূর্বে অবশ্যই ভেবে নিবেন যে সত্যিই আপনার এই আইডি,  গ্রুপ কিংবা পেইজের প্রয়োজন আছে কিনা।  













Comments